রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

আপডেট: July 6, 2025 |
inbound6876321644431584012
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সবুজ সিলেট – রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রথম নারী প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরী বলেন – মানবসেবা করাই আমাদের প্রধান কাজ।

রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি অঙ্গীকার। আমরা চাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।”

ভালোর জন্য একত্রিত হও এই মূলমন্ত্র নিয়ে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২৫/২৬ সালের প্রথম সাপ্তাহিক সভা তিনি এ কথা গুলো বলেন।

শনিবার নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই সভার আয়োজন করা।

প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সার্বিক ব্যবস্থাপনায় ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, রিপসা টিম ডি ৬৫ বাংলাদেশের ডিপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচ এফ,কো কোঅরডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ পিএইচ এফ, ক্লাব ফাষ্ট জেন্টুলম্যান রোটারিয়ান আবুল কালাম,ক্লাবের নেতৃবৃন্দ সহ আরো অতিথিবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর