বগুড়ায় নূর আলম হত্যা মামলার পালাতক আসামী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাবের অভিযানে শাজাহানপুর উপজেলার কুন্দদেশমা গ্রামের নূর আলম হত্যা মামলার ৩নং পালাতক আসামী মোঃ জোবায়ের(৩০) – কে গ্রেফতার করা হয়েছে।
৭ জুলাই (সোমবার) রাত্রি আনুমানিক ৪টার দিকে বগুড়া শাজাহানপুর থানাধান দেশমা নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জোবায়ের শাজাহানপুর উপজেলাধীন বড় দেশমা গ্রামের বেল্লাল এর ছেলে।
র্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ৮টার দিকে ভিকটিম নূুর আলম (২৭) পিতা মোঃ মোয়াজ্জেম হোসেন সাং কুন্দদেচমা উপজেলা শাজাহানপুর জেলা বগুড়াকে উপজেলাধীন ০৫নং খরনা ইউনিয়নের জামহাট গ্রামস্হ জনৈক মোঃ বাবু, পিতা-আশরাফ আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দারা শরীরের বিভিন্ন স্হানে গুরুত্ব কাটা রক্তাক্ত জখম করে হত্যা করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে শাজাহানপুর থানার একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসপি , বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন দেশমা এলাকায় উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ০৩ নং পালাতক আসামী মোঃ জোবায়ের অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল সোমবার রাত ৪টার দিকে উপজেলার দেশমা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি পুরাতন বাটন ফোন ও ২টি সিমকার্ডসহ জোবায়েরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতসরকৃত আসামী জোবায়েরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।