বগুড়ার শিবগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৭ জুলাই (সোমবার) বিকেল বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন ময়দানহাট্টা ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাওঃ শাহাদাতুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দিন, নায়েবে আমীর মাওঃ মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী মাওঃ আলাল উদ্দিন, শিবির নেতা আব্দুল আজিজ,রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন রকি, আবু জাফর, তুষার, মনিরুজ্জামান, মাওঃ আব্দুস ছাত্তারসহ ৪,৫ ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।