ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

আপডেট: July 10, 2025 |
inbound6144416305303738371
print news

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইমন হাওলাদার (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক।

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আহত ইমন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আমাদের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একজন আহত হয়েছেন।”

এর আগে গত ২ জুলাই দিবাগত রাতে একই জায়গায় পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারও আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর