জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা


জয়পুরহাট সংবাদদাতাঃ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখা কতৃক আয়োজিত তাৎক্ষণিক জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি জুয়েল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি এ্যাড. আসলাম হোসেন, ফুঁলকুরি আসরের জেলা সভাপতি ডাঃ মনিরুজ্জামান মানিক, জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক তারেক হোসেন, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
সদর থানা উচ্চ বিদ্যালয়ের ৮৯ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ৩১ জন কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান করা হয়।