এসএসসিতে গোল্ডেন না পাওয়ায় বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট: July 11, 2025 |
inbound2117456691297828537
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পাওয়ার হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার(১০ জুলাই)বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও একটি বিষয়ে এ প্লাস না পাওয়ায় গোল্ডেন এ প্লাস অর্জন করতে পারেনি।

এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং কিছুক্ষণ পর নিজ ঘরে চলে যায়।

পরে মা দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গোল্ডেন না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ মনে করছিল।

কেউ কল্পনাও করতে পারেনি সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে সুমাইয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর