পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের মোটর সাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

আপডেট: July 11, 2025 |
inbound6516559776496588612
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে  বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সদস্য জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীমের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউন, পথসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

বিকেলে পাঁচবিবি বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা , আটাপাড়া, ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা বাজার, ধরঞ্জী বাজার, কোতোয়ালীবাগ ও রতনপুর, হয়ে  পূনরায় পাঁচবিবিতে এসে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউন চলাকালে তিনি বিভিন্ন বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থ লুট করে পালিয়েছে।

দেশ আজ দূর্ণীতিতে নিমজ্জিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১  দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের  শীষে  ভোট দেওয়ার আহবান জানান।

এসময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর