নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


নড়াইলের নড়াগাতীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলাম এর ছেলে। তবে সে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একসঙ্গে খেলাধুলা করছিল সাকিব ও তার ফুপাতো ভাই মানিক। এসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরে পড়ে যায় তারা।
এদিন সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এরপরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায থানায় অপমৃত্যু মামলা হয়েছে।