চট্টগ্রাম ড্রাইডকের পরিচালনায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে অগ্রগতি

আপডেট: July 14, 2025 |
inbound6901929918718991662
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে (০৭ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৫) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র মতে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। ০৬ জুলাই ২০২৫ তারিখে উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ০৭ জুলাই ২০২৫ তারিখ থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

০৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।

পূর্ববর্তী ৭ দিনে (০১-০৭-২০২৫ থেকে ০৬-০৭-২০২৫), সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।

পরবর্তী ৭ দিনে (০৭-০৭-২০২৫ থেকে ১২-০৭-২০২৫), চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর