জুলাই গণ-অভ্যুত্থানে নারীর ভূমিকা স্মরণে ‘ড্রোন শো’

আপডেট: July 15, 2025 |
inbound8994985090060186264
print news

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীদের অবদান স্মরণে আয়োজিত এক ড্রোন শোতে ফুটে উঠেছে সে সময়ের গুরুত্বপূর্ণ নানা ঘটনা। ‘জুলাই উইমেনস ডে’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ শো প্রদর্শিত হয়।

ড্রোন শোতে অভ্যুত্থানকালীন সময়ের নারীদের আন্দোলনের বিভিন্ন প্রতিকৃতি তুলে ধরা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার নারী শিক্ষার্থী অংশ নিয়ে শো উপভোগ করেন। প্রদর্শনীতে সেই সময়কার জনপ্রিয় স্লোগান, ছবি এবং ঘটনাবলি উপস্থাপন করা হয়।

শোতে শেখ হাসিনার আলোচিত বিদ্রূপাত্মক মন্তব্য—‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’—সহ ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ প্রভৃতি স্লোগান প্রদর্শিত হয়।

এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়।

শোতে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ আরও বেশ কয়েকটি আলোচিত ঘটনার প্রতিচ্ছবিও তুলে ধরা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর