সংগীতশিল্পী বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম , ব্যক্তিগত জিনিসপত্র চুরি

আপডেট: July 15, 2025 |
boishakhinews 43
print news

নিজের কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনা, সেটলিস্টসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে।

পুলিশ বলছে, বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের কাছে গাড়িটি পার্ক করেন। তারা কিছু সময়ের জন্য ভেতরে যান।

ফিরে এসে দেখতে পান, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং ভেতর থেকে দুটি স্যুটকেস চুরি গেছে।
স্যুটকেস দুটিতে ছিল পাঁচটি জাম্প ড্রাইভ, যেটাতে বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট সংরক্ষিত ছিল। এ ছাড়া সঙ্গে আরো চুরি হয়েছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটি ঘিরে অনুসন্ধান চালায় এবং গাড়ির গায়ে দুটি হালকা আঙুলের ছাপও সংগ্রহ করে।
চুরির ঘটনায় এরই মধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। চুরি যাওয়া জিনিসপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি পুলিশ।

বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি।
ঘটনার মাত্র দুই দিন পরই শহরটিতে শুরু হয় বিয়ন্সের চার রাতব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। চুরির ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সংগীত অঙ্গনের অনেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন, বিশেষ করে অপ্রকাশিত গানের নিরাপত্তা ভঙ্গ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর