পাইরেসির শিকার হয়েছে ব্যাচেলর পয়েন্ট


নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন এবার পাইরেসির শিকার হয়েছে। অনলাইন মাধ্যমে এই ধারাবাহিকটি দেখা যাচ্ছে। তবে অনলাইন মাধ্যমে যারা এই পাইরেসি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এই নির্মাতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা অমির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।