পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড অপরিবর্তিত


শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার এখনো ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে ঘোষিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে অপরিবর্তিত রেখে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ জুলাই থেকে শুরু হবে সিরিজ, শেষ হবে ২৪ জুলাই। মাঝে দ্বিতীয় ম্যাচ হবে ২২ জুলাই। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথরমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরছে বাংলাদেশ। প্রথম ধাপে জাকের আলী অনিকরা আজ দেশে ফেরেন। মাঠে নামার আগে দল মাত্র একদিন সময় পাবে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।