অভিনয় করতে আমি আজীবন ভালোবাসি : ডলি জহুর

আপডেট: July 17, 2025 |
boishakhinews 54
print news

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ৭০ বছর বয়সে পা দিলেন দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের এই নন্দিত অভিনেত্রী। তবে জন্মদিনে কোনো আয়োজন রাখেননি ডলি জহুর। রাজধানীর উত্তরায় একাই বসবাস করেন তিনি। তার একমাত্র ছেলে পরিবার নিয়ে থাকেন অস্ট্রেলিয়ায়।

জন্মদিন উপলক্ষে ডলি জহুর বলেন, “দেখতে দেখতে জীবনের কতগুলো বছর পার হয়ে গেল। আজ ৭০ বছরে পা রাখলাম। আমি পেশাগতভাবে একজন অভিনয়শিল্পী। সারাটা জীবন অভিনয় করেই কাটিয়ে দিয়েছি। যখন যে চরিত্র পেয়েছি, সেটা যেন ঠিকঠাক মতো করি, সেই চেষ্টা করেছি। কখনো সম্মানীর কথা ভাবিনি, শুধু অভিনয়টাই মন দিয়ে করেছি।”

মায়ের চরিত্রে অসংখ্যবার অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডলি জহুর। তার ভাষায়, “কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি শুধু অভিনয়ের জন্যই। আর কিছু পারি না, তাই এখনো অভিনয়ই ভালো লাগে। শরীর আগের মতো নেই, কাজও কমে গেছে, কিন্তু অভিনয় করতে আমি আজীবন ভালোবাসি।”

২০২১ সালে ডলি জহুর পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘নতুন বউ’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘কুলি’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘দীপু নাম্বার টু’, ‘অনন্ত ভালোবাসা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘সন্তান আমার অহংকার’ প্রভৃতি।

বয়স বাড়লেও এখনো অভিনয়ের সঙ্গেই আছেন ডলি জহুর। যদিও কাজের সংখ্যা আগের চেয়ে অনেক কম। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে, যা বিটিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মহিন খানের পরিচালনায় একটি একক নাটকেও কাজ করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর ও হিমি।

Share Now

এই বিভাগের আরও খবর