লাক্স তারকা প্রসূন আজাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

আপডেট: July 19, 2025 |
boishakhinews 60
print news

লাক্স তারকা প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার থেকে তার কোনো হদিস নেই, এরপর আজ শনিবার দুপুরে শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

থানা থেকে বেরিয়ে প্রসূন কমলাপুরের দিকে তার বাবাকে খুঁজতে যাচ্ছেন।  তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে থানায় জিডি করেছি, এখন কমলাপুর এসেছি বাবাকে খুঁজতে।

এখানে তো অনেক মানুষ কিন্তু আমার বাবাকে তো দেখতে পাচ্ছি না।
প্রসূন জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে তার বাবাকে খুঁজে পাচ্ছেন না। দিন পেরিয়ে গেলেও এখনও কারও কাছ থেকে কোনো আপডেট পাননি।

এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন।

পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তাঁর অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। প্রসূন এখন সংসারে বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর