ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট: July 20, 2025 |
inbound5443124769049556951
print news

lজাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রুবেল হক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এলাকায় মাদক কারবারির খবর জানা থাকলেও আটক করা যায়নি তাকে। তবে এবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ওই মাদক ব্যবসায়ী।

শুক্রবার (১৮ জুলাই) রাত আটটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিল।

এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল।

সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। এতে এলাকায় স্বস্তি এসেছে।

তারা আরো জানান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে।

পরবর্তিতে আটককৃত মাদক ব্যাবসায়ী এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই আদালতে তোলা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর