খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা আজ, বাড়তি নিরাপত্তা

আপডেট: July 21, 2025 |
inbound5740206958874064186
print news

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এই কর্মসূচি সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হবে এবং শহরের মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশের ৬২০ সদস্য। পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে পুলিশ তৎপর রয়েছে।”

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ করা গেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা জানান, “জেলার নয়টি উপজেলা থেকে নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দেবে।

চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান, বাজার ও আদালত সড়ক পেরিয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। এরপর বেলা ১টায় মুক্তমঞ্চে জনসভা শুরু হবে।”

এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

মনজিলা আক্তার ঝুমা বলেন, “আমরা প্রত্যাশা করি—আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনসহ সব দল গঠনমূলক সহযোগিতা করবে।”

Share Now

এই বিভাগের আরও খবর