জয়পুরহাটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: July 22, 2025 |
inbound4093808940916641112
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে  জয়পুরহাটে শ্রমিক  দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে  জেলা শ্রমিক  দলের আয়োজনে শহরের রামদেও বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল হক, সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর