সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফরিদা পারভীন

আপডেট: July 22, 2025 |
boishakhinews 73
print news

সুস্থ হয়ে বাসায় ফিরলেন বাংলাদেশের লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি, বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। সোমবার (২১ জুলাই) রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী।

দীর্ঘ দিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিসের সময় শারীরিক জটিলতা দেখা দিলে গত ৫ জুলাই তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুরুতেই তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে একাধিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।

ইমাম জাফর নোমানী বলেন, “মাকে সোমবার রাত পৌনে ১২টার দিকে বাসায় নিয়ে এসেছি। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। এখন নিজে খেতে পারছেন। তবে হাঁটাচলা এখনো শুরু করেননি। ফিজিওথেরাপি দিতে হবে, এরপর ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।”

 

গত ৭ জুলাই রাত থেকে হঠাৎ করে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার পরিবার ক্ষোভ প্রকাশ করে এবং ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানায়।

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও লাভ করেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

Share Now

এই বিভাগের আরও খবর