মাইলস্টোন ট্রাজেডিতে আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল

আপডেট: July 23, 2025 |
inbound1684154135936810030
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনে ফাইটার জেট বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত।

মাইলস্টোন স্কুলের শিশুদের কান্না যেন পুরো জাতিকে কাঁদিয়েছে।আমাদের পক্ষে এই ঘটনার পর তেমন কিছু করণীয় নেই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা ছাড়া।

তাই আজ আমরা আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়ার আয়োজন করেছি।”

উল্লেখ্য, গতকাল (সোমবার) রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর বিধ্বস্ত হয় একটি এফ-৭ ফাইটার জেট বিমান। এতে বেশ কিছু শিশুসহ অনেকে আহত ও নিহত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর