আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি, সেরা দশে মুস্তাফিজুর

আপডেট: July 23, 2025 |
boishakhinews 77
print news

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা দুই জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার। পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য বুধবার প্রকাশ করে আইসিসি।

তবে শুধু মুস্তাফিজ নন, দলের অন্য তরুণদের পারফরম্যান্সেও র‍্যাংকিংয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। পেসার তানজিম হাসান সাহেব এগিয়েছেন ৯ ধাপ, এখন তার অবস্থান ৩৭তম। অন্যদিকে ৯ ধাপ এগিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদীও, যিনি উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে।

পিছিয়ে নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। ১৪ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের তালিকায় ৪৩তম স্থানে। এছাড়া একধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন র‍্যাংকিংয়ের ২৭তম স্থানে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং র‍্যাংকিংয়েও বাংলাদেশের তরুণ ব্যাটারদের অগ্রগতি চোখে পড়েছে। উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম গত কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলে উঠে এসেছেন ৩৭ নম্বরে। যেখানে তার উন্নতি এসেছে ১৮ ধাপ।

তাওহীদ হৃদয়ও উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে এখন ৩৯তম স্থানে অবস্থান করছেন তিনি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ১৭ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫৩তম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে। এটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। এখন পর্যন্ত কম ম্যাচ খেলা জাকেরের জন্য এটি বড় এক স্বীকৃতি।

Share Now

এই বিভাগের আরও খবর