ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম : নুসরাত ফারিয়া

আপডেট: July 23, 2025 |
boishakhinews 76
print news

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী, শিক্ষকদের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছে না কেউই।

এর মধ্যে এই ঘটনা কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে নানা গুজব ছড়াচ্ছে। বিব্রতকর এই পরিস্থিতিতে অনেকেই মুখ খুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন।

গুজব না ছড়ানোর অনুরোধও জানিয়েছেন অনেকে।
এর মধ্যে এক ফেসবুক স্ট্যাটাসে এসব গুজব, অনলাইন ট্রায়াল নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানালেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়।

তিনি লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়।

অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’
‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম…’ এমনটা উল্লেখ করে ফারিয়া লেখেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম…’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩১ জন, আহত হয়েছে শতাধিক।

Share Now

এই বিভাগের আরও খবর