সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার

আপডেট: July 24, 2025 |
inbound8288813722232427236 1
print news

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে তার বিরুদ্ধে বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে ‘দুর্নীতি ও বিদ্বেষপ্রসূত’ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়েছিল।

২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক।

পরে ২০১৩ সালের ২৩ জুলাই তিনি তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর কয়েক দফা তাকে ওই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর