সিলেটে ৪৮ বিজিবির অভিযানে ৫ কোটির চোরাচালানের মালামাল জব্দ

আপডেট: July 24, 2025 |
inbound2908438247198246934
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানী মালামাল জব্দ ক রেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ৪৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল হুদা।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৩ ও ২৪ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি এলাকায় একযোগে চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো এবং চিনি আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১২ লক্ষ ৪১ হাজার ২২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিয়ে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল হুদা জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা এসব চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছি। বিজিবি সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যাতে মাদক ও চোরাচালান প্রতিরোধে দৃশ্যমান সফলতা অর্জন করা যায়।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের সহযোগিতায় বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর