শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে।
২৪ জুলাই (বৃহস্পতিবার) বগুড়ার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন হিসাবে অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,কৃষি সম্প্রসারণ অফিসার আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিনুল, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিবগঞ্জ বাকিল উচ্চ বিদ্যালয়ের ,প্রধান শিক্ষক তাজুল ইসলাম,শিবগঞ্জ মডের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস.এম তাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মাসুদ রানা মাসুমসহ প্রমুখ।