নওগাঁয় শয়ন ঘর থেকে স্বামী ও স্ত্রীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ


আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় নিজ শয়ন ঘর থেকে স্বামী ও স্ত্রী দু’ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে বুধবার সকাল ৯ সারে টারদিকে নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে স্বামী ও স্ত্রী দু’ জনের মৃতদেহ উদ্ধার করেন পোরশা থানা পুলিশ।
নিহতরা হলেন, পোরশা উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৬) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩২)।
স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বভাবিক ভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে স্বামী ও স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে শয়ন ঘরে যায়।
তাদের মেয়ে সকালে ঘুম থেকে জেগে দেখতে পান তার বাবা গলায় রশির ফাঁসদিয়ে ঝুলে রয়েছে এবং তার মা বিছানায় পড়ে রয়েছেন দেখতে পেয়ে ঘর থেকে বেড়িয়ে তারা প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়।
সাথে সাথে প্রতিবেশীরা ঘরে এসে তাদের স্বামী ও স্ত্রী দু’ জনকেই মৃত অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে ঘটনাটি পোরশা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেন।
এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রী দুজের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় এবং ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে স্বামী ও স্ত্রীর মৃতদেহ হস্তান্তর করা হবে।
ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।