এসএসসি, দাখিল ও সমমানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সিলেট মহানগর শিবির


ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় এ+ অর্জনকারী চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রী ও ফুল তুলে দেওয়া হয়।
আজ ২৫ শে জুলাই শুক্রবার দুপুর-২:৩০টায় সিলেট শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে মেধাবীর অভাব নেই; অভাব হচ্ছে মেধার সঙ্গে চরিত্রের।
মানবিক মূল্যবোধ ও চরিত্র ছাড়া মেধা দেশ গঠনের কাজে লাগে না, বরং তা দুর্নীতি ও দেশ ধ্বংসের কাজে ব্যবহৃত হয়।
তিনি বলেন, চরিত্র ও নৈতিকতা সংরক্ষণের জন্য সঠিক সঙ্গ প্রয়োজন, আর ছাত্রশিবির সেই সঙ্গ দিয়ে মেধাবীদের দেশ গঠনের উপযোগী করে তুলে।
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা হাবিবুর রহমান এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. জাহিদ হোসাইন, ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।