বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল

আপডেট: July 26, 2025 |
inbound5027774386840247577
print news

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো সম্ভব নয়।” তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধি ছাড়া সংসদ চলে না, আর সেই প্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্রও চলে না।”

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা যখন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন চাই, তখন বলা হয় বিএনপি শুধু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি কীভাবে নির্বাচন হবে? আর প্রতিনিধি ছাড়া কি সংসদ চলে? সংসদ না থাকলে জনগণের শাসন কোথায় থাকবে?”

বর্তমান পরিস্থিতিকে জগাখিচুড়ি আখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। রাতারাতি সংস্কার হয় না। এটা কোনো এক-দুইটি বৈঠকে ঠিক হওয়ার বিষয় নয়। সুষ্ঠু সংস্কারের জন্য সময় ও প্রক্রিয়ার প্রয়োজন।”

ভোটের পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। তারা চায়, যাকে ভোট দেবে তিনিই যেন তার প্রতিনিধি হন। অথচ সরকার জোর করে একের পর এক অগ্রহণযোগ্য ব্যবস্থায় নির্বাচন করছে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পত্রিকা খুললেই এমন সব খবর আসে যা বিএনপির মূল রাজনৈতিক চেতনার সঙ্গে যায় না। তাই আমাদের সবাইকে সততার সঙ্গে রাজনীতি করতে হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর