জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আপডেট: July 26, 2025 |
inbound6259832409089473876
print news

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারের সদস্যদের সম্মানের ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এটি কোনো কোটা নয়, এটি শহীদ পরিবারের প্রতি জাতির দায়িত্ব।”

শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। “জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি” এবং “ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ”-এর যৌথ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, “যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। এখন তাঁদের পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে।”

চাকরির দাবিকে ‘কোটা’ বলতে রাজি নন শফিকুর রহমান। তাঁর ভাষায়, “কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, সেটার নাম কোটা। শহীদ পরিবার সেটি চায়নি, আমাদের দায়িত্ব তাঁদের হাতে সম্মানের সুযোগ তুলে দেওয়া।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটি শুধু তাঁদের একার নয়, দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। অথচ ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হলেও বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে না।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “জুলাইয়ে যদি শহীদেরা জীবন না দিতেন, তাহলে আজ আপনাদের থাকতে হতো কাশিমপুর বা কেরানীগঞ্জ কারাগারে। তাই সব কিছু বন্ধ রেখে আগে জুলাই সনদ প্রণয়ন করুন।”

Share Now

এই বিভাগের আরও খবর