নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

আপডেট: July 27, 2025 |
inbound4604662397624866977
print news

২০২৪ সালের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের হিসাবে দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় এবং ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা ব্যয়। সব মিলিয়ে দলের কাছে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

 

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাবপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী জানান, দলের আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচী, লিফলেট ও পোস্টার ছাপানোসহ বিভিন্ন খাতে।

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ মেরুদণ্ডহীন লোকদের ইসিতে বসিয়ে কারচুপির ভোট আয়োজন করেছে। তবে এবার নির্বাচন কমিশন যেন গণতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখে, সে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে, সেটি সরকারকে মোকাবিলা করতে হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর