জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করল বিএনপি

আপডেট: July 28, 2025 |
inbound1090919937251418750
print news

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত নেয় দলটি।

বৈঠকের শুরুতেই কমিশনের প্রস্তাবিত চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে—সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল—নিয়োগসংক্রান্ত বিধান আলোচনায় আসে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানিয়ে দেন, এ আলোচনায় তাঁরা অংশ নেবেন না। এরপরই দলের পক্ষ থেকে ওয়াকআউট করা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “প্রস্তাবিত চার প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত যে আলোচনা টেবিলে এসেছে, তা অমিমাংসিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আনার চেষ্টা হচ্ছে। ইতোমধ্যে ১২টি বিষয়ে একমত হওয়া গেছে।” তিনি আরও বলেন, “আমরা একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নির্ধারিত হয়।”

বিএনপি ওয়াকআউট করলেও অন্যান্য দল সংলাপে অংশ নেয়। তবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “একটি বড় দল আলোচনায় না থাকলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়।” জাসদের মুশতাক হোসেন ও বাসদের বজলুর রশীদ ফিরোজও এ সময় একমত পোষণ করেন।

উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে সিপিবি, বাসদ ও জাসদ প্রতীকী ওয়াকআউট করেছিল।

Share Now

এই বিভাগের আরও খবর