বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত।
২৮ জুলাই (সোমবার) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন, সার্জেন্ট একেএম আজাদ মিয়া (অবঃ), সভাপতি বগুড়া জেলা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সদস্য ট্রাস্টি বোর্ড, বেসওয়া।
এ সময় বক্তব্য রাখেন, ল্যাঃ কর্পোঃ মোঃ আনোয়ার হোসেন (অবঃ) সহ-সভাপতি বগুড়া জেলা, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সদস্য ট্রাস্টি বোর্ড, বেসওয়া, সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন (অবঃ) সাধারণ সম্পাদক বগুড়া জেলা বেসওয়া, সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ) সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা, সার্জেন্ট মোঃ রেজাউল করিম হিমু (অবঃ) সভাপতি সদর উপজেলা ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বগুড়া জেলা, সার্জেন্ট মোঃ আজাদুল ইসলাম আজাদ (অবঃ) সহ-সভাপতি সদর উপজেলা ও দপ্তর সম্পাদক বগুড়া জেলা, ওয়াঃ অফিসার মোঃ জাহাঈীর আলম (অবঃ) সভাপতি শাহজাহানপুর উপজেলা, সার্জেন্ট মোঃ আব্দুর রাজ্জাক (অবঃ) সাধারণ সম্পাদক, শাহজাহানপুর উপজেলা, সিনিয়র ওয়াঃ অফিসার মোঃ মুনজু (অবঃ) উপদেষ্টা, আশেকপুর ইউনিয়ন,
ওয়াঃ অফিসার মোঃ আব্দুল মোমেন (অবঃ) সভাপতি আশেকপুর ইউনিয়ন, সার্জেন্ট মোঃ খায়রুল ইসলাম (অবঃ), সাধারণ সম্পাদক আশেকপুর ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন, সার্জেন্ট জাহিদ (অবঃ), কর্পোরাল আরিফ (অবঃ), সার্জেন্ট সিরাজ (অবঃ), ওয়াঃ অফিসার আলী হাসান (অবঃ), সার্জেন্ট হযরত আলী (অবঃ), ল্যাঃ কর্পোঃ মোঃ আব্দুল করিম (অবঃ) প্রমুখ।