দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩

আপডেট: July 31, 2025 |
inbound8233381043885224403
print news

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২.৭০ শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯ জন মারা গেছেন। এর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। আর একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে।

Share Now

এই বিভাগের আরও খবর