জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আপডেট: August 1, 2025 |
inbound5392096098973280417
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা।

শুক্রবার সকাল ৭ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায়  প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকেই শান্তনা পুরস্কার দেওয়া হয়।

inbound1611974996434792435

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সাজজাদ হোসেন, আয়শা সিদ্দিকা তাওহীদা, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, জুলাই- আগষ্টকে স্বরন করা সেই সাথে জুলাইয়ের স্পিডকে ধারন করা, শিক্ষার্থীদের শারিরীক বিকাশ ঘটানো ও মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ করে গড়ে তোলার জন্যই এই আয়োজন।

Share Now

এই বিভাগের আরও খবর