গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আপডেট: August 2, 2025 |
inbound8181491127440442835
print news

রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে একটি অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবর ১০টায় জানা যায়, এরপর মাত্র তিন মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পরবর্তীতে আরও ১০টি ইউনিট এসে আক্রান্ত মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে ।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান যে, ‘সকাল ১০টায় আগুন লাগার খবর আসে এবং ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে কাজে লেগে পড়ে। এখন পর্যন্ত অন্যান্য ইউনিট সহ মোট ১১টি ইউনিট সেখানে রয় আছে’। তবে তিনি প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সঠিক কারণ জানাতে পারেননি।

আগুন নিয়ন্ত্রণে এই দ্রুত ও বৃহৎ সাড়া এবং ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আশার কথা, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার উৎস এখনো স্পষ্ট হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর