এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ‘বিশেষ সুবিধা’, বেতন বাড়বে প্রতি বছর

আপডেট: August 2, 2025 |
inbound8792048915206796059
print news

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জারি করা এক অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতনস্কেলের তুলনায় গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

অন্যদিকে গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন।

দুই ক্ষেত্রেই বলা হয়েছে, এই ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই মাসে ১৫০০ টাকার কম হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একইসাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরোনো আদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর