রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: August 2, 2025 |
inbound5968370660551391573
print news

জুলাই আন্দোলনে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত না করেই দাফন করা হয়েছিল, তাদের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রায়েরবাজার কবরস্থান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘দাফন করা অনেককেই শনাক্ত করা যায়নি। কিভাবে শনাক্ত করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা আছে।

এতদিন কবর থেকে মরদেহ উঠানো হোক এটা রাজি হয়নি অনেকেই, এখন মোটামুটি সবাই রাজি হয়েছে। সবাই রাজি হলে শনাক্ত করবো ডিএনএ’র মাধ্যমে। কেউ যদি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা অনুমতি দিব।’

তিনি জানান, এই কার্যক্রম শুরু হতে বেশি সময় লাগবে না। অনেক মরদেহের ময়না তদন্ত হয়নি এবং মামলা তদন্ত প্রায় আটকে আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিএনএ যেহেতু হচ্ছে মানে পোস্টমর্টেমের মত হয়ে যাবে।

এটা ডাক্তারের মাধ্যমে হবে, এটা একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা বলতে পারবেন। আমাদের অনেক শহীদ হয়েছে, অনেক মামলার বিচার শুরু হয়ে গেছে। সব বিচার আস্তে আস্তে শুরু হবে।’

জুলাই আন্দোলনে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে ১১৪ জনকে দাফন করা হয়। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে দাফনের জায়গাটি মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়ার কাজ চলছে।

তবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আপনারা দুর্নীতি নিয়ে লেখেন। এখানে দুই নম্বর ইট দেওয়া হচ্ছে।’

এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘দেশের মিডিয়াগুলো সরব থাকার কারণে অনেক উপকার হচ্ছে, বিদেশি মিডিয়াগুলো এখন আর আগের মত সরব না। তারা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে।’

৫ আগস্ট সরকার পতনের বর্ষপূর্তি ঘিরে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন সে কারণে কোন শঙ্কা নেই।’

বসুন্ধরায় আওয়ামী লীগের সভা এবং তাতে সেনাবাহিনীর কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর