যা কিছু করেছি, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই করেছি: বাণিজ্য উপদেষ্টা

আপডেট: August 2, 2025 |
inbound4028860986363167532
print news

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। ‘আমাদের স্বার্থ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা যা কিছু করেছি, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই করেছি; যেভাবে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেয়।

শনিবার (২ আগস্ট) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার সঙ্গে কথোপকথনের সময় তিনি কথাগুলো বলেন।

শেখ বসির উদ্দিন বলেন, ‘ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের পর সম্মতি সাপেক্ষে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের তথ্য অধিকার (তথ্য অধিকার আইন-আরটিআই) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে আমরা অবশ্যই চুক্তিটি প্রকাশ করব।’ চুক্তি সই হওয়ার পরে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চুক্তির বিষয়টি ফাঁস হওয়া কিছুটা দুর্ভাগ্যজনক। ‘আপনিও দেখেছেন। আসলে দেশের স্বার্থের বিরুদ্ধে কিছুই নেই।’

উপদেষ্টা বলেন, ‘তারা স্পষ্টতই সেই বিষয়গুলো থেকে বেরিয়ে এসেছেন, যা পরোক্ষভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে এবং মূলত তারা বেসরকারি খাতকে সম্পৃক্ত করে।’

তিনি বলেন, ‘যদি তারা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে চায়—তাহলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে, এ বিষয়ে আত্মতুষ্টিরও কোনো সুযোগ নেই।’

Share Now

এই বিভাগের আরও খবর