অভ্যুত্থানের দুটি পক্ষের মধ্যে উসকানি দিতে তৃতীয় পক্ষ সক্রিয় থাকতে পারে: সারজিস আলম

আপডেট: August 3, 2025 |
inbound3303170324755166961
print news

অভ্যুত্থানের দুটি পক্ষের মধ্যে উসকানি দিতে তৃতীয় পক্ষ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৩ আগস্ট) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, “তাদের কোনো উসকানিতে যেন কেউ পা না দেয়। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে।”

তিনি জানান, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় ইশতেহার উপস্থাপন উপলক্ষে দেশজুড়ে এনসিপির নেতাকর্মীরা সমবেত হয়েছেন। সমাবেশে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান সারজিস আলম।

কর্মসূচির কারণে কর্মজীবী ও শিক্ষার্থীদের সামান্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘সমাবেশস্থলে কোনোভাবেই প্যাকেট, খাবারের উচ্ছিষ্ট বা বোতল ফেলা যাবে না এবং প্রোগ্রাম শেষে জায়গা পরিষ্কার করে রাখতে হবে। এছাড়া সমাবেশে ব্যবহৃত বাসগুলো পুরাতন বাণিজ্য মেলা এলাকায় রাখতে নির্দেশ দেন তিনি।

এনসিপি নেতা জানান, জনসেবার অংশ হিসেবে শহীদ মিনার সংলগ্ন এলাকায় মোবাইল টয়লেট ও প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থাকবে, আর প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবহার করা যাবে।

ছাত্রদলের সমান্তরাল কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “শাহবাগ এলাকায় ছাত্রদলেরও একটি বড় কর্মসূচি রয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখব এবং একে অপরকে সহযোগিতা করব।”

Share Now

এই বিভাগের আরও খবর