নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র প্রামাণিক (৩৮)-কে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।
০৪ আগস্ট (সোমবার) সকাল ১০ টার দিকে বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কিমিড়া- পন্ডিতপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার নাগরকান্দি গ্রামের মোহন চন্দ্র প্রামাণিকের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত শ্রী তাপস চন্দ্র প্রামাণিক নাশকতা মামলার আসামী।
সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।