বগুড়ায় ছাত্র-জনতার ‘ভয়েস অব জুলাই’ আত্মপ্রকাশ

আপডেট: August 4, 2025 |
inbound640469304616892180
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বগুড়ার বিপ্লবী ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব জুলাই আত্মপ্রকাশ করেছে।

আজিম উদ্দিন আহবায়ক, ছাব্বির আহমেদ রাজ সিনিয়র যুগ্ম আহবায়ক এবং নাজমুল হাসান নেহালকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

০৪ জুলাই (সোমবার) বিকেলে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ভয়েস অব জুলাই বগুড়া।

কমিটির ২১জন যুগ্ম আহবায়ক যথাক্রমে- আব্দুল্লাহ আল নোমান সাব্বির, মাহমুদুল হাসান, এমকে এ বিলাস, আব্দুল্লাহ আল আরাফাত, নিয়ামুল হাসান বাঁধন, ওহাব রিয়াজ, আব্দুল মোমিন, ইব্রাহীম হোসাইন, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বুলবুল, আফসানা মিমি, নুর আফরিন নিহান, আনান রহমান, রায়হান হোসেন, রেজাউল সরকার রেজা, সানজিদা আনজুম এশা, তাজনুর ইসলাম, আফরিন সুলতানা, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, মিজান রহমান।

এছাড়া নোমান বিন রশিদ, নজরুল ইসলাম, বৃষ্টি পারভীন, আইয়ুব আলী, রবিন খন্দকার, ফাহিমা আক্তার মুক্তা, রাসেল মাহমুদ, আল আমিনসহ ২৭ জনকে সদস্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের জন্য সহায়তা, সাহিত্য-সংস্কৃতি চর্চা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সামাজিক সমস্যা নির্মূলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করতে সংগঠনটি কাজ করবে।

ভয়েস অব জুলাই কমিটিতে সবাই জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। অনেকে আহত এবং মিথ্যা মামলায় নির্যাতিত। জুলাই কেন্দ্রিক অনেক সংগঠন হয়েছে।

তাদের অনেকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার চাইতে নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত।

সবাই ক্রেডিটবাজিতে নেমে পড়েছে। ব্যস্ততার মাঝে হারিয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্য, সাধারণ ছাত্র-জনতার অবদানকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর