কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট: August 5, 2025 |
inbound1989604576255804772
print news

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এই বিষয়টিকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি এ দাবি করেন।

এ বিষয়ে পাটোয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

এর আগে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে।

এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরু উদ্দীন পাটোয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

Share Now

এই বিভাগের আরও খবর