নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট: August 8, 2025 |
inbound8420412310019528422
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নির্বাচনের তপশিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন।’

হুমায়ুন কবির আরও জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

তিনি বলেন, ‘একান্ত ওই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রুপরেখা নিয়েইবা দলটির ভাবনা কী—এসব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।’

Share Now

এই বিভাগের আরও খবর