ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি

আপডেট: August 9, 2025 |
inbound4047118820356509982
print news

ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল একই কাজ করেছে। কোনো কমিটি গঠনের আগে যাচাই-বাছাই করা উচিত। গতকাল কমিটি ঘোষণার পর তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির এক সদস্যের বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

তিনি দাবি করেন, ছাত্রশিবির পরিচ্ছন্ন রাজনীতি করছে। এ সময় অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, এমপি প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া, সদর থানা জামায়াতের আমির মাহফুজ ভূঁইয়া এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক।

কেন্দ্রীয় কমিটি ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর