বগুড়ার গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আপডেট: August 10, 2025 |
inbound7379276355626336730
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় সাখোয়াত হোসেন নামের এক ব্যক্তি সংস্হার চেয়ারম্যান ড, মোহাম্মদ আব্দুল মোমিনের জুতা নিক্ষেপ করেছেন।

১০ আগস্ট (রোববার) বগুড়া জেলার টিটু মিলনায়তনে দুদকের গণশুনানি চলা কালে এ ঘটনা ঘটে। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।

জুতা নিক্ষেপকারী সাকোয়াত হোসেন মণ্ডল তিনি একজন মৎস্যচাষি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন।

পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।

শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি।

গণশুনানি চলাকালে সাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন।

ঘটনার পরপর উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।
জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে সাকোয়াত সাংবাদিকদের বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি।

মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না।

এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।

অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।

Share Now

এই বিভাগের আরও খবর