ভৌতিক ধরনের আন্ধার সিনেমাতে সিয়াম ও তুষি

আপডেট: August 13, 2025 |
boishakhinews 22
print news

থ্রিলার, রোমান্স ও অ্যাকশন সিনেমার সাফল্যের পর হরর ঘরানার নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি। তার নতুন চলচ্চিত্র ‘আন্ধার’-এ নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে এতদিন সিনেমার নায়িকা নিয়ে ছিল গোপনীয়তা। অবশেষে নিশ্চিত হওয়া গেছে—নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। বড় পর্দায় এই প্রথম সিয়াম-তুষি জুটিকে দর্শক দেখতে পাবেন।

ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। তিনি এর আগে ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। এছাড়া ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে।

‘আন্ধার’ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, “আর্টিস্ট চাইলেই সবকিছু বলতে পারেন না, আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না। যা বলার, টিম এবং পরিচালকই বলবেন।”

সিয়ামের সঙ্গে রায়হান রাফির আগের কাজের তালিকায় আছে ‘পোড়ামন ২’, ‘দামাল’ ও ওয়েব ফিল্ম ‘টান’। অন্যদিকে, রাফির পরিচালনায় ‘ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তুষি।

‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ঈদ এড়িয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

Share Now

এই বিভাগের আরও খবর