শাহজাদপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: August 13, 2025 |
inbound1934773341485219516
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ই আগষ্ট) সকালে উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী  অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আছলাম আলি,করতোয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ আব্দুর রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন,সমাজসেবক ও প্রতিষ্ঠাতার পূত্র রফিকুল আলমসহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সহ নানা গুণীজন উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর