ডাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ১৩ প্রার্থী

আপডেট: August 13, 2025 |
inbound5969916100697751792
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিন বুধবার (১৩ আগস্ট) আরও ১৩ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদের জন্য ফরম নিয়েছেন তিনজন।

এ নিয়ে দুই দিনে মোট ২০ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আগের দিন মঙ্গলবার ভিপি পদের দুটিসহ সাতটি ফরম বিক্রি হয়েছিল।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।”

তফসিল অনুযায়ী, ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ চলবে। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

Share Now

এই বিভাগের আরও খবর