বগুড়ায় জুয়ার পাওনা টাকার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট: August 14, 2025 |
inbound5010801507426667639
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জুয়ার পাওনা টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়া গ্রামের মোঃরাসেল কে ঘুম থেকে ডেকে তুলে খুন করে দুর্বত্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত মো. রাসেল বগুড় সদর উপজেলাধীন সাব্গ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর গ্রামের আবু বক্করের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।

পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়।

সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে কিশোরটি রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা বলেন,ঘটনার পর রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,“ঘটনার পরপরই আমরা এক কিশোরকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে রাসেলের সঙ্গে তার বিরোধ ছিল।

সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে।”
ওসি আরও জানান, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর