নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা

আপডেট: August 15, 2025 |
inbound5004917906676597484
print news

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার বা নিজে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই।”

ড. ইউনূস জানান, সংস্কারের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেটিকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব। গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগস্টে প্রথম বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে এবং বহু অর্জন হয়েছে।

তার অন্যতম বড় সাফল্য হিসেবে তিনি উল্লেখ করেন ঐকমত্য কমিশন গঠনকে, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছে। কমিশনটি নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে জমা দিতে পারে, যা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি আদায়ের দায়িত্ব পালন করছে। সংসদ এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া নিয়ে বিতর্কসহ রাজনৈতিক বিষয়ে ঐকমত্য প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ড. ইউনূস আরও বলেন, দেশ সঠিক পথে থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন হবে আগের তিনটি “মিথ্যা” নির্বাচনের চেয়ে ভালো। বহু বছর পর জনগণ সত্যিকারের ভোটের সুযোগ পাবে এবং যেসব ভোটার অতীতে ভোট দিতে পারেননি, তাদের জন্য এই নির্বাচনটি হবে বিশেষ তাৎপর্যময়।

তথ্যসূত্র: বার্নামা

Share Now

এই বিভাগের আরও খবর